🔥8😢8❤1
Bangla Phobia।Exam Mate
সাঁতরে কি নদী পার হওয়া যায়? সাঁতরে কোন পদ?
তোমরা প্লিজ বলো যে কোথায় বুঝতে পারছো না।
যারা বলছো না যে কোনো ভুল করলে বা কোথায় বুঝতে পারোনি তোমরা না বললে শিখতে পারবা না। ভর্তি পরীক্ষা অথবা বিসিএস। সব জায়গায় এমন প্রশ্ন থাকবেই।আমি তে শিখাতে চায় বলেই এত করে বলছি।
যারা বলছো না যে কোনো ভুল করলে বা কোথায় বুঝতে পারোনি তোমরা না বললে শিখতে পারবা না। ভর্তি পরীক্ষা অথবা বিসিএস। সব জায়গায় এমন প্রশ্ন থাকবেই।আমি তে শিখাতে চায় বলেই এত করে বলছি।
🥰8❤4
🎉8❤4🥰2👏2🔥1
🤩7❤4
যাইহোক, যারা বুঝতে পেরেছো আর যারা পারেনি সবার জন্য শুভকামনা। সর্বোচ্চ চেষ্টা করেেছি সবাইকে বুঝানোর। এমন প্রশ্ন পরীক্ষায় পাবা অবশ্যই্। দোয়া কইরো🥰
❤26
যারা বুঝছো তারা বাসায় অন্যগুলো প্র্যাক্টিস করো। কোনোটা না বুঝলে আমাকে অবশ্যই জানাবা। বাংলা ফোবিয়ার যেকোনো একটা পোস্টে আমায় মেনশন করলেই হবে।
❤2
পোলাপান কি অবস্থা। গতকাল তো বাক্য থেকে পদ নির্নয় শিখলাম। চলো আজ শিখবো যদি একটা শব্দ দিয়ে বলে কোন পদ। তখন কিভাবে সহজে সেটাকে চিহ্নিত করবো। তার আগে বলো কেমন আছো।
আমি জানি কেউ উত্তর দিবা না। ধরে নিলাম ভালো আছো।
তাহলে প্র্যাক্টিস শুরু করি
আমি জানি কেউ উত্তর দিবা না। ধরে নিলাম ভালো আছো।
তাহলে প্র্যাক্টিস শুরু করি
❤7
❤8😢8
❤8😱1
দেখো। ধরো তোমার প্রশ্নে একটা শব্দ দেওয়া থাকলো। আমি বোঝানোর জন্য ধরে নিলাম সেটা হলো ‘সুন্দর’। এবার এই শব্দটাকে নিয়ে তোমার মতো করে একটা বাক্য তৈরী করো। ব্যাস কাজ শেষ। এবার গতকালের মতো। যে বাক্যটা গঠন করলে তাকে কি দ্বারা প্রশ্ন করো। উত্তর পেলে বিশেষ্য। আর কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে বিশেষণ।
যেমনঃ আমি ‘সুন্দর’ শব্দটাকে দিয়ে নিজের ইচ্চা অনুসারে একটা বাক্য তৈরী করলাম। সেটা হলো ‘ ফুলটি সুন্দর।’
তাহলে এবার বাক্যটাকে কেমন দ্বারা প্রশ্ন করো তো!!
ফুলটি কেমন?
উত্তর আসে সুন্দর। অথ্যাৎ এটা বিশেষ্য?? মোটেই না!! এটা হলো বিশেষণ। বুঝছো??
যেমনঃ আমি ‘সুন্দর’ শব্দটাকে দিয়ে নিজের ইচ্চা অনুসারে একটা বাক্য তৈরী করলাম। সেটা হলো ‘ ফুলটি সুন্দর।’
তাহলে এবার বাক্যটাকে কেমন দ্বারা প্রশ্ন করো তো!!
ফুলটি কেমন?
উত্তর আসে সুন্দর। অথ্যাৎ এটা বিশেষ্য?? মোটেই না!! এটা হলো বিশেষণ। বুঝছো??
❤13
👏5😢4😱1
🔥2❤1🥰1
যারা ভুল করতেছো ভাইয়া -আপুরা। জানাও আমাকে।
কোন জায়গায় বুঝোনি বলো
কোন জায়গায় বুঝোনি বলো
🔥7
🥰3
😢5👏3❤2😱1
এবার কে কি বাক্য মনে মনে তৈরী করলে সেটাও বলো কমেন্টে। সবার ক্রিয়েটিভিটি দেখতে চায়😊
❤5😢5🤔2
আচ্ছা ভাইয়া আপুরা বলো যে নেক্সট কোনটা বুঝালে ভালো হয়? সবাই আলদা টপিকের কথা না বলে একই টপিকের কথা বলবা। যারা রিগুলার তাদের আমি চিনি। তাদের মতামত অগ্রাধিকার দেওয়া হবে😊
❤17
সমাস; বাংলা ব্যাকরণের সবচেয়ে সহজ অধ্যায়!
শুরু করি?
শুরু করি?
🔥18😁7
🥰5❤3