News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
RU

অবশেষে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
❤‍🔥200👏197
❤️❤️
🔥349🫡35❤‍🔥1813🕊2🥰1👏1😐1
Media is too big
VIEW IN TELEGRAM
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসের আজকের পুরো ব্রিফিং
🔥18124🥰2😢2👏1👌1😍1
Contribution:1%

Expectation:99%
😢254😨55😭15🫡13🤗10😱87😇2
১৭ সদস্যের অন্তর্বর্তী সরকা


মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস।

বাকি ১৬ জন উপদেষ্টা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, ড. আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ এবং ফারুকী আযম।
🔥14617👌15❤‍🔥8💔3
News Zone
১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস। বাকি ১৬ জন উপদেষ্টা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ…
অন্তর্বর্তীকালীন সরকার

প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস

উপদেষ্টা:
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন-
১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুকী আযম

©
🥰18221🔥15💔7👏5🎉5👌5❤‍🔥2
অন্তর্বতীকালীন সরকারের ১৭ জনের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন ২ জন।

১. নাহিদ ইসলাম
২. আসিফ মাহমুদ সজিব ভূইয়া

সূত্র - Jamuna tv
🔥303❤‍🔥18🥰118🫡7😍5🆒3💔2
প্রক্টরসহ ঢাবির সম্পূর্ণ প্রক্টরিয়াল বডির পদত্যাগ
🔥238🫡20💔81
একটা ছবি দেখেই বিচারে নেমে যাবেন না।

আগে যাচাই করবেন ছবিটা ঘটনার সাথে সামঞ্জস্য কিনা।

অনেক ভাবে সাম্প্রদায়িকতার আগুন জ্বালানো হবে।

কমনসেন্স ইউজ করবেন

ধন্যবাদ

বুঝতে পারেন নাই? বুঝে নেন - https://www.facebook.com/share/p/SUqiqdnP5Xigk7QC/?mibextid=oFDknk
👏76🔥12💯97😁4💔3😭3🆒1
শপথ গ্রহণ করলেন অন্তর্বর্তী কালীন মাননীয় প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস
😍15438❤‍🔥10🔥4🥰3👏2🤗2
ডক্টর ইউনূস পুরো বক্তৃতায় একবারও বলেননি, "আমি নোবেল পুরস্কার পেয়েছি, আমি অলিম্পিক লরেল পেয়েছি, আমি অলিম্পিকে মশাল বহন করেছি, আমি প্রেসিডেনশিয়াল মেডেল পেয়েছি, কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছি, আমি এই করেছি, আমি সেই করেছি।"

তাঁর সিভি ৪৫ পৃষ্ঠার, তা-ও সংক্ষিপ্ত করার পরে। এত অসংখ্য অর্জন থাকা সত্ত্বেও, জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তিনি নিজেকে নিয়ে একটি কথাও বলেননি, কিংবা নিজের সাফল্য নিয়ে গর্বও করেননি।

গেম অফ থ্রোন্সে, টাইউইন ল্যানিস্টার বলেছিল, "Any man who must say, "I am the king" is no true king"।" আজ ডক্টর ইউনূস এই সত্য প্রমাণ করলেন। তাঁর নিজের সাফল্য নিজে প্রচার করতে হয় না—তাঁর কাজই তা বলে দেয়।

© Arafat Anjum Khan
347🔥34❤‍🔥15💯7👏3👌3💘3🥰2
দুই সমন্বয়ক উপদেষ্টা পরিষদে থাকায় অনেকে বেশ সমালোচনা করছেন দেখছি৷ আমি আমার প্রেক্ষিতে কিছু বলার প্রয়োজন বোধ করছি এ মূহুর্তে।

সত্যি কথা হলো বাংলাদেশে আওয়ামীলীগ এবং বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। কারোর শাসনামলেই দেশ জনগনের প্রত্যাশা পূরন করতে পারেনি। এমতাবস্থায় নতুন একটা রাজনৈতিক দল আসুক সেটা অধিকাংশের চাওয়া। নতুন যে দুই সমন্বয়ক দায়িত্ব নিলেন তারা তরুণ! তাদের সামর্থ্য নিয়ে আশাকরি কারো সন্দেহ থাকার কথা না। তারা সকল ছাত্রকে নিয়ে শক্তিশালী স্বৈরশাসকের বিরুদ্ধে যে প্রতিবাদ গড়ে তুলেছে তা কোনো রাজনৈতিক দল গত ১৫ বছরেও পারেনি। নতুন রাজনৈতিক দল তৈরী করতে হলে এমন বিচক্ষণ, নেতৃত্ব দিতে জানে এমন প্রতিনিধি প্রয়োজন। নাহিদ,আসিফ এরা হতে পারে একটি ভালো অপশন। তাই পরবর্তী স্টেপের জন্য তাদের অভিজ্ঞতা র জন্য হলেও এটা দরকার ছিল।

আর ২য় যে পয়েন্টটা সেটা হলো তারা কোনোরকম অন্যায়কে প্রশ্রয় দিবেনা বলে আমার বিশ্বাস। তাই ভেতরেও একজন থাকা দরকার যেন এগুলো প্রতিরোধ করা যায়৷ তাই এদের দুজনকে প্রয়োজন ছিল। তারা ছাত্র-জনতার চাহিদা গুলো তুলে ধরতে পারবে।

তবে এটা নিয়ে চাইলে বিতর্ক করা যেতে পারে। বাট পজিটিভলি দেখলে আমার মনে হয় না খুব খারাপ কিছু। যা বললাম এগুলো কেবল আমার মতামত!
🔥36979❤‍🔥20💯19👌9🕊5😨5🤝5
পুলিশ ঢুকলে ক্যাম্পাসে, আমরা ঢুকবো সংসদে

Gen Z proved
🔥674❤‍🔥5137👌9👏7🤩5💯3😨3
She has made us কাউয়া😅
😁394🫡25💯8😢4🔥3🥰2🤩2😍2
রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এইজন্য কোরান পাঠ করে শুরু হইছে। কমন সেন্স।
আমেরিকাও অসাম্প্রদায়িক কিন্তু শপথ হয় বাইবেল দিয়ে, ভারতে হয় গীতা দিয়ে।

এতো প্যাচাইয়েন না।
সহজ হন।

Loud & clear
🔥48054💯36😢12❤‍🔥7👌7👏5🥰3
ছেলেটাকে কি ভুলে গেছেন চিটাগাং এর মুল সমন্বয়ক?
"খান তালাত মাহমুদ রাফি " যে কিনা একাই ঢাল হিসেবে পুরো চট্টগ্রামকে সামলিয়েছে।
অথচ তাকে নিয়ে মিডিয়ায় কোনো মাতামাতি নাই. আফসোছ তবে, আমি আমার জায়গা হতে মিডিয়া হয়ে প্রচার করতে চাই রাফিকে। স্যালুট ভাই তোমাকে
আগামির বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাও।
💯596🔥96❤‍🔥4945🫡24🥰8👏6🆒5
That's it 🇧🇩
❤‍🔥37736🔥14💯10😁6👌3🕊3💔2
এই শুক্র ও শনিবার GP নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

*কোন রিচার্জ লাগবে না
*শুধুমাত্র ৯-১০ আগস্ট ২০২৪ এর জন্য প্রযোজ্য

©Grameenphone
❤‍🔥203😁358🔥3👌3💔2
All eyes on dakat 🐸
234🤩40🔥23👏11😱10🆒5🏆4😍3
chinerakhun.com

চিনে রাখুন,জেনে রাখুন
🔥81