News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
২০২১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ৩৬২ জন অতিরিক্ত ভর্তি হয়েছে, আর গুচ্ছের মধ্যে সর্বোচ্চ অতিরিক্ত ভর্তি হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (১৯৯ জন) আর সর্বোচ্চ ৮১ টি আসন শূন্য ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

©️Admission Informer

💠NewsZone
🥰47😢33👏20🫡1311👌3
Black Day for Bangladesh Cricket 🖤
😢241💔37👏10😍7🤩4❤‍🔥21🔥1
২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিতে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ জন উপাচার্যকে সদস্য করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) কমিটি গঠন করা হলেও বিষয়টি বুধবার (৫ জুলাই) গণমাধ্যমকে জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সদস্য হিসেবে ১১ বিশ্ববিদ্যলয়ের উপাচার্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস।

এছাড়া একজন ইউজিসির প্রশাসন বিভাগের সদস্য এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগ (এসপিকিউএ) থেকে একজন করে সদস্য রাখা হয়েছে। কমিটির সদস্যসচিব ইউজিসি সচিব।

©️Admission Informer

💠NewsZone
🔥7818😢11🫡11👌1😍1🏆1
😢87💔195🔥2👀2
😢61🔥18❤‍🔥10🥰4🫡4
কৃষি গুচ্ছে এখন পর্যন্ত আবেদন পড়েছে প্রায় ৭৫ হাজার.

মোট আসন সংখ্যা: ৩৪১৯ টি।

এখন পর্যন্ত প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিবে প্রায় ২২ জন।


💠NewsZone
😢89🔥17
Number of Seats


💠NewsZone
😢31🥰9❤‍🔥75👀3🫡2
২০২১-২২ সেশনে কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলো ৭৯ হাজার ১৯৫ জন। কিন্তু পরীক্ষা দিয়েছে ৬৫ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী।

💠NewsZone
🥰48👀1615👏7🔥3🤗2💯1
কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের উদ্দেশ্যে -

দিস ইজ দ্যা এন্ড গেম। ৪ টা কাজ বেশি করবা

১) প্রচুর এক্সাম দেও। বিশেষ করে বিগত প্রশ্নের উপর
২) প্রশ্নব্যাংক ১৫+ বার শেষ করো। ম্যাথ ফিজিক্স অবশ্যই খাতায় লিখে শেষ করবা
৩) বায়োলজিতে ২৭+ মার্কস তোলার টার্গেট নিয়ে পড়াশোনা করো।
৪) চারটি সাবজেক্ট কে সমান গুরুত্ব দেও।


©️Sanjidur Rahman Nobel, TC


💠NewsZone
255👏15🥰10🔥9🤝3😢2🏆2🎉1😍1🫡1
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট আবেদন ১৯১১৭ টি

এর মধ্যে

✔️এ ইউনিটে ৮২৩১ টি (আসন:৬৯৩ টি)
✔️বি ইউনিটে ৭৪০১ টি ( আসন ৩৭৫ টি)
✔️সি ইউনিটে ৩৪৮৫ টি ( আসন ৩১২ টি)

💠NewsZone
😢16🫡65❤‍🔥1
অবসর ভেঙ্গে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল খান।

💠NewsZone
🥰206🔥3632🫡23👀16❤‍🔥15😢6🤩6💯4💔4👌3
বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল কলেজে মোট আবেদন জমা পড়েছে- ৮৯৫৯ টি। উল্লেখ্য যে, সর্বমোট আসন সংখ্যা- ৯৬০ টি।

💠NewsZone
🥰20❤‍🔥3😢3👀2
❤‍🔥163🔥3
HSC-22

GST

নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি
👀2
আজ ৮ জুলাই, শনিবার একটা বিশেষ দিন ৷ ঘটনাটি প্রতি বছর ঘটলেও আমরা হয়তো অনেকেই জানি না ৷ আজ বাংলাদেশ সময় বিকাল ৫:১৫ মিনিটে বিশ্বের ৯৯ ভাগ মানুষ এক সঙ্গে দিনের আলোতে থাকবে। কোথাও ভোর, কোথাও সকাল, কোথাও মধ্যাহ্ন, কোথাও দুপুর, কোথাও বিকাল, কোথাও সন্ধ্যা সব মিলিয়ে দিনের আলো থাকবে ৷

💠NewsZone
🔥219❤‍🔥3533🫡24🤩19🥰3👏3😍3
NewsZone
🥰16080🫡44🔥12👌9❤‍🔥7👏5🤩2🏆2😍1👀1
সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে প্রকাশিত হতে পারে গুচ্ছের প্রথম মেধাতালিকা ।

সূত্র : বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিটিং চলমান

💠NewsZone
🔥8027😢20👏6🥰4💔3👀2