News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
😢87💔195🔥2👀2
😢61🔥18❤‍🔥10🥰4🫡4
কৃষি গুচ্ছে এখন পর্যন্ত আবেদন পড়েছে প্রায় ৭৫ হাজার.

মোট আসন সংখ্যা: ৩৪১৯ টি।

এখন পর্যন্ত প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিবে প্রায় ২২ জন।


💠NewsZone
😢89🔥17
Number of Seats


💠NewsZone
😢31🥰9❤‍🔥75👀3🫡2
২০২১-২২ সেশনে কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলো ৭৯ হাজার ১৯৫ জন। কিন্তু পরীক্ষা দিয়েছে ৬৫ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী।

💠NewsZone
🥰48👀1615👏7🔥3🤗2💯1
কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের উদ্দেশ্যে -

দিস ইজ দ্যা এন্ড গেম। ৪ টা কাজ বেশি করবা

১) প্রচুর এক্সাম দেও। বিশেষ করে বিগত প্রশ্নের উপর
২) প্রশ্নব্যাংক ১৫+ বার শেষ করো। ম্যাথ ফিজিক্স অবশ্যই খাতায় লিখে শেষ করবা
৩) বায়োলজিতে ২৭+ মার্কস তোলার টার্গেট নিয়ে পড়াশোনা করো।
৪) চারটি সাবজেক্ট কে সমান গুরুত্ব দেও।


©️Sanjidur Rahman Nobel, TC


💠NewsZone
255👏15🥰10🔥9🤝3😢2🏆2🎉1😍1🫡1
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোট আবেদন ১৯১১৭ টি

এর মধ্যে

✔️এ ইউনিটে ৮২৩১ টি (আসন:৬৯৩ টি)
✔️বি ইউনিটে ৭৪০১ টি ( আসন ৩৭৫ টি)
✔️সি ইউনিটে ৩৪৮৫ টি ( আসন ৩১২ টি)

💠NewsZone
😢16🫡65❤‍🔥1
অবসর ভেঙ্গে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল খান।

💠NewsZone
🥰206🔥3632🫡23👀16❤‍🔥15😢6🤩6💯4💔4👌3
বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল কলেজে মোট আবেদন জমা পড়েছে- ৮৯৫৯ টি। উল্লেখ্য যে, সর্বমোট আসন সংখ্যা- ৯৬০ টি।

💠NewsZone
🥰20❤‍🔥3😢3👀2
❤‍🔥163🔥3
HSC-22

GST

নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি
👀2
আজ ৮ জুলাই, শনিবার একটা বিশেষ দিন ৷ ঘটনাটি প্রতি বছর ঘটলেও আমরা হয়তো অনেকেই জানি না ৷ আজ বাংলাদেশ সময় বিকাল ৫:১৫ মিনিটে বিশ্বের ৯৯ ভাগ মানুষ এক সঙ্গে দিনের আলোতে থাকবে। কোথাও ভোর, কোথাও সকাল, কোথাও মধ্যাহ্ন, কোথাও দুপুর, কোথাও বিকাল, কোথাও সন্ধ্যা সব মিলিয়ে দিনের আলো থাকবে ৷

💠NewsZone
🔥219❤‍🔥3533🫡24🤩19🥰3👏3😍3
NewsZone
🥰16080🫡44🔥12👌9❤‍🔥7👏5🤩2🏆2😍1👀1
সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে প্রকাশিত হতে পারে গুচ্ছের প্রথম মেধাতালিকা ।

সূত্র : বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিটিং চলমান

💠NewsZone
🔥8027😢20👏6🥰4💔3👀2
২০২২–২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অনলাইনে আবেদনের আহ্বান করেছে। আগ্রহী শিক্ষার্থীরা ১০ জুলাই সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আগামী ৩ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত চলবে আবেদন।

🔷 আবেদনের যোগ্যতা

▪️প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫ স্কেলে ঐচ্ছিক বিষয়সহ ন্যূনতম ৩ পেতে হবে।

▪️প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচারে গড়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

▪️ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার পরীক্ষায় ২০২১ সাল বা তার পরে পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে স্বায়ত্তশাসিত, সরকারি, আধা সরকারি, সেক্টর করপোরেশনে শিক্ষকতাসহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

▪️চাকরিরত প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হবে অবশ্যই।

▪️বিদেশি শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।

▪️অনলাইনে ভর্তিপ্রক্রিয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।

🔷আবেদন ফি
১ হাজার ২৯০ টাকা বিকাশ বা নগদ অথবা রকেটের মাধ্যমে দিতে হবে।

🔷 আবেদন যেভাবে
প্রার্থীকে http://admission.duetbd.org/ ওয়েবসাইটের মাধ্যমে ডুয়েট কর্তৃক নির্ধারিত আবেদন ফি দিয়ে অনলাইন আবেদন করতে হবে। একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাইলে প্রার্থীকে আলাদা আলাদা আবেদন করতে হবে।

▪️বিদেশি শিক্ষার্থীরা ভর্তিবিষয়ক তথ্য জানতে প্রবেশ করতে পারেন http://www.duet.ac.bd এই লিংকে।
❤‍🔥122🥰2
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষার সিট প্ল্যান

💠NewsZone
👀14🕊52🔥2👌2
📚Join Phobia series :

Physics Phobia - Link

Chemistry Phobia - Link

Biology Phobia - Link

Math Phobia - Link

English Phobia - Link

Gk Phobia - Link

ICT Phobia - Link

Bangla Phobia - Link

IQ Phobia(For JU)-Link
11🔥6😢3👌3😍3