ডিবি হারুনের কর্মকাণ্ডে বিরক্ত সরকার, প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশ
ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন অর রশীদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় ১৪ দলের সভায় এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন অর রশীদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় ১৪ দলের সভায় এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
🔥183🤩28👏18🎉6❤5😱3
Forwarded from News Zone
৩০ জুলাই; আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ডে!
এবারের ফ্রেন্ডশিপ ডে-টি ইতিহাস হয়ে থাকবে। কারন সাধারণত বন্ধু দিবস পালন হয় স্বল্প মানুষের আঙিনায়! তবে আজকে আমাদের ভাই বোনের র'ক্তের প্রতিবাদে আমাদের বন্ধু হয়েছে পুরো বাংলাদেশ। বন্ধুত্বের আহবানে লাল হয়ে গেছে সকলের প্রোফাইল। প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
হাত বাড়িয়ে বন্ধু হয়েছি লাখো ছাত্রজনতা।
হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।❤️
এবারের ফ্রেন্ডশিপ ডে-টি ইতিহাস হয়ে থাকবে। কারন সাধারণত বন্ধু দিবস পালন হয় স্বল্প মানুষের আঙিনায়! তবে আজকে আমাদের ভাই বোনের র'ক্তের প্রতিবাদে আমাদের বন্ধু হয়েছে পুরো বাংলাদেশ। বন্ধুত্বের আহবানে লাল হয়ে গেছে সকলের প্রোফাইল। প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
হাত বাড়িয়ে বন্ধু হয়েছি লাখো ছাত্রজনতা।
হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।❤️
❤249🔥17😱2
আলহামদুলিল্লাহ গোলাম সারওয়ার সাদ ( আমারে যাইতে দেন,আমার ছোট্ট একটা বোন আছে বলা ছেলেটি) কে আজ সকাল ১০টার দিকে তার বাবা ডিবি অফিস থেকে ছাড়িয়ে এনেছে।
আমরা চাইলে সবই পারি। আমরাই আজকের প্রজন্ম 🔥
আমরা চাইলে সবই পারি। আমরাই আজকের প্রজন্ম 🔥
❤367🔥40
রংপুরের ছোট ভাই, (আবু সাঈদের হত্যা মামলায় গ্রেফতার)
মো: আলফি শাহরিয়ার মাহিম
বয়স:১৬বছর ১০মাস
শ্রেণি: একাদশ (এইচএসসি ২৫)
কলেজ আইডি: 17660
বিদ্যালয়: পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুর।
#আলফিশাহরিয়ারমাহিমেরমুক্তিচাই
#We_want_justice
মো: আলফি শাহরিয়ার মাহিম
বয়স:১৬বছর ১০মাস
শ্রেণি: একাদশ (এইচএসসি ২৫)
কলেজ আইডি: 17660
বিদ্যালয়: পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুর।
#আলফিশাহরিয়ারমাহিমেরমুক্তিচাই
#We_want_justice
😢215😱2❤1