Forwarded from News Zone
৩০ জুলাই; আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ডে!
এবারের ফ্রেন্ডশিপ ডে-টি ইতিহাস হয়ে থাকবে। কারন সাধারণত বন্ধু দিবস পালন হয় স্বল্প মানুষের আঙিনায়! তবে আজকে আমাদের ভাই বোনের র'ক্তের প্রতিবাদে আমাদের বন্ধু হয়েছে পুরো বাংলাদেশ। বন্ধুত্বের আহবানে লাল হয়ে গেছে সকলের প্রোফাইল। প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
হাত বাড়িয়ে বন্ধু হয়েছি লাখো ছাত্রজনতা।
হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।❤️
এবারের ফ্রেন্ডশিপ ডে-টি ইতিহাস হয়ে থাকবে। কারন সাধারণত বন্ধু দিবস পালন হয় স্বল্প মানুষের আঙিনায়! তবে আজকে আমাদের ভাই বোনের র'ক্তের প্রতিবাদে আমাদের বন্ধু হয়েছে পুরো বাংলাদেশ। বন্ধুত্বের আহবানে লাল হয়ে গেছে সকলের প্রোফাইল। প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
হাত বাড়িয়ে বন্ধু হয়েছি লাখো ছাত্রজনতা।
হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।❤️
❤249🔥17😱2
আলহামদুলিল্লাহ গোলাম সারওয়ার সাদ ( আমারে যাইতে দেন,আমার ছোট্ট একটা বোন আছে বলা ছেলেটি) কে আজ সকাল ১০টার দিকে তার বাবা ডিবি অফিস থেকে ছাড়িয়ে এনেছে।
আমরা চাইলে সবই পারি। আমরাই আজকের প্রজন্ম 🔥
আমরা চাইলে সবই পারি। আমরাই আজকের প্রজন্ম 🔥
❤367🔥40
রংপুরের ছোট ভাই, (আবু সাঈদের হত্যা মামলায় গ্রেফতার)
মো: আলফি শাহরিয়ার মাহিম
বয়স:১৬বছর ১০মাস
শ্রেণি: একাদশ (এইচএসসি ২৫)
কলেজ আইডি: 17660
বিদ্যালয়: পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুর।
#আলফিশাহরিয়ারমাহিমেরমুক্তিচাই
#We_want_justice
মো: আলফি শাহরিয়ার মাহিম
বয়স:১৬বছর ১০মাস
শ্রেণি: একাদশ (এইচএসসি ২৫)
কলেজ আইডি: 17660
বিদ্যালয়: পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুর।
#আলফিশাহরিয়ারমাহিমেরমুক্তিচাই
#We_want_justice
😢215😱2❤1
Forwarded from News Zone
সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের
সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রনেতাদের মতবিনিময় সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয়। পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা।
©TDC
সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রনেতাদের মতবিনিময় সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয়। পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা।
©TDC
🔥105🤩10👏8❤5
ফেসবুক–হোয়াটসঅ্যাপ চালু হয়েছে ।
© Prothom Alo
Social Media VPN ছাড়া Use করো
© Prothom Alo
Social Media VPN ছাড়া Use করো
❤78
Forwarded from News Zone
সাস্ট মিছিলের আপডেট:
ক্যাম্পাস থেকে সুবিদবাজার যাওয়ার পর সুবিদবাজার পয়েন্টে পুলিশ বলছে মিছিল আটকাবে না, যেতে। পয়েন্ট পার হয়ে বেতার এর আগ পর্যন্ত গিয়েছে এরপর ছাত্রলীগ হামলা করেছে। ইট পাটকেল মারা শুরু করেছে আর পিছন থেকে পুলিশ টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছুঁড়েছে। সবাই আলাদা আলাদা হয়ে কোর্ট পয়েন্টে যাওয়ার চেষ্টা করছে। সেখানেও অনেক পুলিশ আর বিজিবি।
সুবিদবাজার এর আশেপাশে যারা আছেন নিরাপদে সরে গেলে ভালো হবে। আজকে কোর্টের সামনে অবস্থান করতে পারবেন না, সেখানে অলরেডি প্রচুর পুলিশ। চৌহাট্টা থেকে আম্বরখানার দিকে পুলিশ নেই ওইদিকে সরে যান।
ক্যাম্পাস থেকে সুবিদবাজার যাওয়ার পর সুবিদবাজার পয়েন্টে পুলিশ বলছে মিছিল আটকাবে না, যেতে। পয়েন্ট পার হয়ে বেতার এর আগ পর্যন্ত গিয়েছে এরপর ছাত্রলীগ হামলা করেছে। ইট পাটকেল মারা শুরু করেছে আর পিছন থেকে পুলিশ টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছুঁড়েছে। সবাই আলাদা আলাদা হয়ে কোর্ট পয়েন্টে যাওয়ার চেষ্টা করছে। সেখানেও অনেক পুলিশ আর বিজিবি।
সুবিদবাজার এর আশেপাশে যারা আছেন নিরাপদে সরে গেলে ভালো হবে। আজকে কোর্টের সামনে অবস্থান করতে পারবেন না, সেখানে অলরেডি প্রচুর পুলিশ। চৌহাট্টা থেকে আম্বরখানার দিকে পুলিশ নেই ওইদিকে সরে যান।
😢142
Forwarded from News Zone
আমাদের অনেকের প্রিয় Fahad Hossain স্যার, Fahad's Tutorial এর স্রষ্টা, উনাকে একটু আগে মিরপুর ১০, চারুলতা থেকে ক্লাস নেওয়ার মাঝখান থেকে আরও ৪জন সহ এরেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেক্ষ্য এখানেও প্রথমে ওনার ফোন চেক করা হয়েছে যা আইন লঙ্ঘন করে। শুরু থেকেই উনি আমাদের আন্দোলনের সাথে জড়িত ছিলেন। দেশের সকল শিক্ষার্থী যারা উনাকে চিনেন উনার থেকে উপকৃত হয়েছেন সবার প্রতি আহবান জানানো হলো যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
©
©
😢422😱8🎉2